বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ উখিয়া শাখার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, গুণিজন সম্মাননা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠিত সম্মেলনে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু হিমু বড়ুয়া সহ-সভাপতি নির্বাচিত হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা ৭১ কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, উখিয়ার আহবায়ক বাবু পলাশ বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, জাতীয় কমিটির চেয়ারম্যান বাবু চিন্ময় বড়ুয়া রিন্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী বাবু সীমান্ত বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি বাবু সজীব বড়ুয়া ডায়মন্ড, উখিয়া প্রেস ক্লাব এর সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার এর সভাপতি বাবু সিপন বড়ুয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া, প্রধান জ্ঞাতীর বক্তব্য রাখেন সাবেক ট্রাস্টি এড. দীপঙ্কর বড়য়া পিন্টু।
এছাড়া সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |