উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে সাগর উত্তাল এবং জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।
জোয়ারের ঢেউয়ের আঘাতে আবারও মেরিন ড্রাইভের টেকনাফের আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে।
শুক্রবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট এলাকার মেরিন ড্রাইভে এমন ভাঙনের দেখা মিলেছে। এর আগেও একই এলাকায় দুই দফায় ভাঙনের কারণে জিও ব্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই জিও ব্যাগ ডিঙ্গিয়ে জোয়ারের ঢেউয়ের ধাক্কায় আড়াই কিলোমিটার এলাকার অন্তত ১০টি স্থানে সড়ক ভেঙ্গে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন আহমদ বলেন, মেরিন ড্রাইভের কয়েকটি অংশে ভাঙ্গনের ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ওই এলাকায় এক-দেড় হাজার একরের চেয়ে বেশি জমিতে চাষাবাদ করা হচ্ছে। পানি ঢুকে পড়লে ওইসব জমি বা চাষাবাদ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ছিদ্দিক বলেন, সকালের পর থেকে স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে তার এলাকার কয়েকটি স্থানে জোয়ারের ঢেউয়ের কবলে মেরিন ড্রাইভ ভাঙ্গনের বিষয়টি অবহিত করেছেন। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কমকর্তা ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কমকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারের প্রভাবে মেরিন ড্রাইভের এই অংশটিতে ভাঙন দেখা দিয়েছিল। ওই স্থানটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি বিশেষ ইউনিট লম্বা জিও ব্যাগের মাটি ফেলার মাধ্যমে এটি রক্ষার উদ্যোগ নিয়েছিল। দুই বছর পরে এসে গত মে মাসের শেষে জোয়ারের ঢেউয়ের ধাক্কায় আবারও ভাঙনের দেখা দিয়েছিল। এখন আবারও ভাঙনের কবলে পড়েছে। ফলে সেখানকার প্রায় দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |