আজ ২ আগস্ট, প্রবীণ সাংবাদিক, সমাজসেবক ও টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা ছৈয়দ হোছাইনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের ২ আগস্ট ভোর ৩টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আলহাজ্ব ছৈয়দ হোছাইন টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও টেকনাফের লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। প্রতিষ্ঠা করে গেছেন কক্সবাজারের জনপ্রিয় দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকা।
এছাড়া দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সীমান্ত জনপদ টেকনাফসহ কক্সবাজার অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, চোরাচালান ও রোহিঙ্গা সমস্যা বিষয়ে সোচ্চার ছিলেন। তাঁর সাহসী ও দায়িত্বশীল লেখনি সাংবাদিক সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে।
তাঁর স্মরণে আজ কক্সবাজার বার্তা পরিবারসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এছাড়া তার মৃত্যুবার্ষিকীতে দৈনিক আজকের কক্সবাজার বার্তা পরিবার, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার, সাংবাদিক সংসদ কক্সবাজার, টেকনাফ উপজেলা প্রেসক্লাব, উখিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ জানান, আলহাজ্ব ছৈয়দ হোছাইন কেবল একজন সাংবাদিকই ছিলেন না, বরং একজন শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ সমাজসেবকও ছিলেন। তিনি বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সমাজে শান্তি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তিনি পৃথিবীতে না থাকলেও তার সৎকর্ম এখনো মানুষের হৃদয়ের গহীনে গেথে আছেন। ভালবাসার শ্রদ্ধার পাত্র হয়ে তিনি আছেন নিরবে…নিভৃতে। তাঁর শূন্যতা আজও সাংবাদিক ও সমাজসেবী মহলে গভীরভাবে অনুভূত হয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বিশ্বাস করি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |