মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আলোচিত আজম সরকার Logo বাহারছড়া শীলখালি থেকে অপহরণ চক্রের দুই সদস্য আটক Logo উখিয়া-টেকনাফে জমজমাট ‘সুপারি বাজার’ Logo তারেক রহমান সরকার প্রধান হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে: সাবেক হুইপ শাহজাহান চৌধুরী Logo উখিয়া সীমান্তে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক Logo মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২ Logo নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ নুর ইসলাম আটক Logo যেসব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত Logo কক্সবাজারে নাশকতা রোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে Logo টেকনাফে প্রথম ধাপে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে স্টুডেন্টস ফোরাম

রূপান্তর ডেস্ক
আপডেট বুধবার, ১১ জুন, ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন

টেকনাফের হ্নীলায় ২০২৪ সালে মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে প্রতিভার আলো স্টুডেন্টস ফোরাম।

সোমবার (৯ জুন) এ বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়।

ফোরামের সিনিয়র সদস্য হাফেজ নুর মোহাম্মদ এর কোরআন তেলাওয়াত আর সভাপতি কামরুল আলমের স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান উপদেষ্টা সলিম উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন ফোরামের আরেক উপদেষ্টা নুরুল বশর রাসেল।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী সলিমুল মোস্তফা, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এড. রশিদুল আলম চৌধুরী, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডা. হাফেজ মুজিবুল হক, ডা. মোস্তফা কামাল পলাশ, ডা. মো. রফিক, মৌলভী বাজার জমিরিয়া আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, কক্সবাজার মহিলা কলেজের প্রভাষক নুরুল মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) সাইফুদ্দিন মানিক, রঙ্গিখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রভাষক শাহীন সরওয়ার, সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইয়্যেদ খুরশিদ এবং ফোরামের উপদেষ্টা রফিকুল ইসলাম ও জামাল হোসাইন সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একটি জাতির উন্নতি নির্ভর করে তার শিক্ষিত ও নৈতিকভাবে সমৃদ্ধ জনগণের ওপর। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে প্রেরণা জোগাবে।

তারা আরও জানান, প্রতিভার আলো স্টুডেন্টস ফোরাম কেবল একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধ, একটি স্বপ্ন- যা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে আয়োজকরা বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সফলতা উদযাপন করা এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা। একইসাথে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শিক্ষা ও মানবিক উন্নয়নের প্রতি একতাবদ্ধ মনোভাব গড়ে তোলা।

ফোরামের প্রধান উপদেষ্টা সলিম উল্লাহ বলেন, আজকের দিনটি ছিল অনুপ্রেরণার, স্বীকৃতির এবং আগামী দিনের প্রত্যয় জাগ্রত করার এক বিশেষ মুহূর্ত। এই আয়োজন সফল করতে সার্বিক সহায়তা ও পরিশ্রম করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মনসুর ইমন সহ সদস্যবৃন্দ ও স্থানীয় স্থায়ী পরিষদের সদস্যরা। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫