শামলাপুর মৎস্য অবতরণকেন্দ্রভিত্তিক সহ-ব্যবন্থাপনা কমিটির আয়োজনে ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্প এবং মৎস্য দপ্তর টেকনাফের সহযোগিতায় ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) বিকালে বাহারছড়ার শামলাপুর মাছ ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় শামলাপুরের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০ জন মৎস্যজীবী উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ইলিশের অবদান এবং দরিদ্র মৎস্যজীবীদের জন্য সরকারি সহায়তার কথা তুলে ধরেন। পাশাপাশি ১৩ অক্টোবর থেকে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মাছ ধরা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায় শামলাপুর সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহেদুল আলম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন উপস্থিত সকল মৎস্যজীবীকে সরকারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ২২ দিন কোন প্রকার মাছ না ধরার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, মৎস্য সংরক্ষণ আইনে এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এই আইন ভঙ্গকারীর শাস্তি কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫০০০ জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |