শনিবার, ১৪ জুন ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বেলাল চৌকিদারের প্রতিবাদ ও ব্যাখ্যা

রূপান্তর ডেস্ক / ১৮০ বার পড়া হয়েছে
আপডেট শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৯:২৬ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং কাটাখালী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১ নভেম্বর) দৈনিক দৈনন্দিন পত্রিকায় “প্রদীপ কান্ডের সহযোগী বেলাল চৌকিদার এখনো বহাল তবিয়তে” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর আগেরদিন সোশ্যাল মিডিয়ায়ও বেলাল চৌকিদারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
দৈনিক দৈনন্দিনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বেলাল উদ্দিন চৌকিদার। প্রতিবাদে তিনি জানান, এলাকায় দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এলাকার চৌকিদার হিসেবে কয়েকজন লোক আমাকে ফোন করে। তখন আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এতে একপক্ষ ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। ক্ষুদ্ধ পক্ষটি দৈনিক দৈনন্দিনসহ বিভিন্ন ভুয়া অনলাইনে আমাকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের সহযোগী, মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশ ও স্থানীয়ভাবে বাহিনী গড়ে তুলে তান্ডব চালাচ্ছি বলে অসৎ উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে সংবাদ মাধ্যমে পরিকল্পিতভাবে বানোয়াট কাহিনী সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে প্রশাসনসহ সাধারণ মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা খুবই নিন্দনীয়। এমন জঘন্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো জানান, এলাকার সাধারণ মানুষ আমাকে ভালো একজন চৌকিদার হিসেবে চিনে এবং জানে। তাই এলাকায় কোনো ঝামেলা হলে আমাকে জানায় তাঁরা। যতটুকু সম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করি। এতে এলাকায় আমার জনপ্রিয়তা বাড়ছে এবং মানুষ আমাকে স্নেহ, শ্রদ্ধা করে । যার কারণে চোরাচালানি গ্রুপ ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বেলাল উদ্দিন চৌকিদার।

প্রতিবাদকারী:
বেলাল উদ্দিন চৌকিদার
পিতা- সৈয়দ আলম
১নং ওয়ার্ড, হোয়াইক্যং, টেকনাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শনিবার, ১৪ জুন ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫