মিয়ানমার সীমান্তে উদ্ভুদ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় নাফ নদীতে নৌযান চলাচলে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নাফ নদীতে মাছ শিকার বন্ধ রয়েছে। তবে নাফ নদী দিয়ে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার যাতায়াতে বাঁধা নেই। এক্ষেত্রে কোনোভাবেই যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম না করে সেই ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এ ব্যাপারে ট্রলার মালিক ও জেলেদের সঙ্গে আলোচনা হয়েছে উপজেলা প্রশাসনের। এছাড়া টেকনাফ-সেন্টমার্টিন পথে মাল ও যাত্রীবাহী নৌযান চলবে কোস্ট গার্ডের নিরাপত্তায়।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের পথে সার্ভিস ট্রলার চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকালে শাহ পরীর দ্বীপ থেকে কোস্ট গার্ডের নিরাপত্তায় পণ্যবাহী তিনটি ট্রলার সেন্ট মার্টিনে পৌঁছেছে।
প্রসঙ্গত, কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর ৮ ডিসেম্বর সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হয়।
পরে নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিবৃতি দেয় আরাকান আর্মি।
এমন পরিস্থিতিতে বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথসহ নাফ নদীর বাংলাদেশ অংশেও সকল নৌযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে টেকনাফ উপজেলা প্রশাসন।
নিষেধাজ্ঞার মধ্যে বৃহস্পতিবার সেন্টমার্টিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। যার অংশ হিসেবে কোস্ট গার্ডের নিরাপত্তায় সেন্টমার্টিন যায় পণ্যবাহী সাতটি ট্রলার।
শুক্রবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন টেকনাফের ইউএনও।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |