টেকনাফে গেল দেড় মাস ধরে মো. ফরহাদ (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ ফরহাদ উপজেলার সাবরাং ইউপির সাবরাং দারুল উলুম বড় মাদ্রাসার মুতাফার্ রাকা বিভাগের ছাত্র এবং টেকনাফ সদর ইউপির বড় হাবিব পাড়ার আব্দুল গাফ্ফারের একমাত্র ছেলে।
জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল বন্ধুদের ফাঁদে পড়ে মা-বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় তার কোন খোঁজ মিলেনি।
নিখোঁজ ফরহাদের মা আহাজারি করে বলেন, ❝আগামীকাল ঈদুল আযহা।আমার ছেলে এর আগে কখনো বাড়ির বাহিরে ঈদ উদযাপন করেনি। এভাবে বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।❞
মাদ্রাসা ছাত্রটি কারও তত্ত্বাবধানে থাকলে কিংবা কেউ দেখে থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবার।
যোগাযোগ: ০১৮১৪-৮৫৭০০৩
মোহাম্মদ শাহ এমরান (মামা)
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |