টেকনাফ উপজেলা ট্রাক মালিক গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ইমাম খালেদ স্বপন ও সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্যাডে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে টেকনাফ উপজেলা ট্রাক মালিক গ্রুপের ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে ওই আহবায়ক কমিটি ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সুপারিশ করে এবং কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দেন।
এতে মো. হাশেম (সি.আই.পি.) কে সভাপতি এবং জিয়াবুল হোছেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সহ-সভাপতি হিসেবে যথাক্রমে মো. জাকের হোছাইন ও আজিজুল হক, সহ সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে আবু তাহের ও গুরা মিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরুল আলম, অর্থ সম্পাদক হিসেবে মো. রবি আলম, দপ্তর সম্পাদক হিসেবে মো. জাফর আলম, লাইন সম্পাদক হিসেবে জিয়াউল ওসমান,ক্রীড়া সম্পাদক হিসেবে শহিদ উল্লাহ, নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে মো. আব্দুল্লাহ, জাকের হোছেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী ও দুদু মিয়া।
এবিষয়ে কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের বিস্তারিত আলোচনা ও মতামতের ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, কেন্দ্রীয় কমিটিকে অবহিতকরণ ব্যতিত বা সাংগঠনিক নিয়ম বহির্ভূত কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে ওই কমিটি বাতিল করা হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |