টেকনাফ পৌরসভায় নাজিবুল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে সাদেক নামের এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে।
২০ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কে. কে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাজিবুল্লাহর মা এলমা খাতুন বলেন, রবিবার ফজরের নামাজের পর সকাল ৮টার দিকে দোকানে নাস্তা করতে যায় নাজিবুল্লাহ। ওই সময় তাকে মিথ্যা অপবাদ দিয়ে রোহিঙ্গা সাদেক ছুরিকাঘাত করে হত্যা করে।
স্থানীয় যুবক মোবারক হোসেন বলেন, মিথ্যা অপবাদ দিয়ে রোহিঙ্গা যুবক সাদেকের ছুরিকাঘাতে নির্মম হত্যার শিকার হয়েছেন স্থানীয় যুবক নাজিবুল্লাহ। ওই রোহিঙ্গা ঘাতক সাদেক ও তার আশ্রয়দাতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ওই রোহিঙ্গাদের বাসাভাড়া দেওয়া মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন রুপান্তরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ হাতে পেলে আসামীদের গ্রেপ্তার করা হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |