বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলে উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন সাবরাং ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মন্নান।
ভূক্তভোগী নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজের ঘটনাটি অবহিত হওয়ার পর উদ্ধারের বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও তৎপরতা অব্যাহত রেখেছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজের সন্ধান মিলেনি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি ঘটনাটি অবগত হয়েছেন। এ ব্যাপারে কোস্টগার্ড ও নৌ-পুলিশ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |