টেকনাফে ৯জন কৃষক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুইজন বাস্তুচ্যুত রোহিঙ্গা বলে জানা গেছে।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া সংলগ্ন পাহাড়ী এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলো- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়াস্থ করাচি পাড়ার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বক্কর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার সঠিক তথ্য পাওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী জানান, স্থানীয় সাতজন কৃষক অপহরণের খবর শুনেছি। পাহাড়ের পাদদেশে ক্ষেতে কাজ করার সময় তাদেরকে অপহরণকারীরা ধরে নিয়ে যায়। ইতোমধ্যে বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোজাহের স্থানীয়দের বরাতে জানান, সাতজন বাংলাদেশি ও দুইজন রোহিঙ্গাকে দুষ্কৃতকারীরা ধরে নিয়ে গেছে। পুলিশ এ বিষয়ে ব্যাবস্থা নিচ্ছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |