রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

টেকনাফে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

রূপান্তর ডেস্ক / ১৪০ বার পড়া হয়েছে
আপডেট সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:২৩ অপরাহ্ন
Oplus_0

টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

 

তিনি জানান, সংবাদের ভিত্তিতে জানা যায় যে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে আজ সকাল ৯টা ৩০ মিনিটে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

কোস্টগার্ড জানায়, অভিযান চলাকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু বোটটি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে এবং পরবর্তীতে সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায়। এসময় বোটে থাকা দুইজন মাদক কারবারি সাঁতরে তীরে পালিয়ে যায়।

 

পরে বোটে তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতরে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ১৫ জুন ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫