টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মো. আমিন (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। আটক আমিন উপজেলার সাবরাং ইউপির খুরেরমুখ এলাকার
মৃত সিরাজুল ইসলামের পুত্র।
শুক্রবার (৮ নভেম্বর) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, খুরেরমুখ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করেন। ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মো. আমিন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর সহযোগী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, ধৃত আসামি ও পলাতক আসামি উভয়ের যোগসাজশে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে এবং বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে থাকে।
উদ্ধারকৃত আলামতসহ আটক মাদক কারবারি এবং পলাতক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |