টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ২৩৫ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শাহপরীর দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও এই আয়োজনের রাহাবার মাষ্টার ফয়েজ উল্লাহ এর সার্বিক তত্বাবধানে ইফতার সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে চাল, চনা, সয়াবিন তেল, পেঁয়াজ, মুড়ি , খেজুর, ট্যাং প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কলিম উল্লাহ, হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফরিদুল আলম, সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুল হক সহ প্রমুখ।
এবিষয়ে প্রধান অতিথি মো. ইসমাইল বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতির এই কঠিন সময়ে গরীব, অসহায় ও মধ্যবিত্ত মানুষেরা বিপদের মধ্যে আছেন। পবিত্র রমজানের আগমন উপলক্ষে প্রবাসীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। পাশাপাশি এ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এদিকে হতদরিদ্র মানুষগুলো এসব ইফতার সামগ্রী পেয়ে বেশ উচ্ছাস প্রকাশ করেন এবং প্রবাসী ঐক্য পরিষদের সদস্যদের মঙ্গল কামনা করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |