টেকনাফ সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। মৃত প্রাণী তিনটির নানান স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর নৌ ঘাটে মৃত ডলফিন তিনটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক।
তিনি জানান, মৃত ডলফিন তিনটির প্রতিটি আনুমানিক ৪ ফুট লম্বা। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জোয়ারের পানিতে ডলফিন তিনটি ভেসে আসে।
জেলেরা ধারণা করছেন, ডলফিন তিনটি হয়তো জাহাজের ধাক্কায় গুরুতর আহত হয়েছে অথবা জালে আটকা পড়ার পর জেলেরা এটিকে পিটিয়ে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জুবাইরুল ইসলাম জুয়েল বলেন, বিকালে হিন্দু ধর্মলম্বীদের প্রতিমা বিসর্জনের সময় জোয়ারের পানির স্রোতে তিনটি ডলফিন ভেসে আসে। ডলফিন তিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় কয়েকজন কিশোর ডলফিন তিনটিকে পুনরায় পানিতে ভাসিয়ে দেয়। পরে আবার ভেসে ওঠেছে কী’না জানা যায়নি।
হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মিনার জানিয়েছেন, ‘সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর তিনি পেয়েছেন। বর্তমানে আমাদের টিম ঘটনাস্থলে রয়েছেন। উদ্ধারের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |