প্রেসবিজ্ঞপ্তি:
গত ১৯ নভেম্বর (বুধবার) টেকনাফ আলো শপিং সেন্টারে টেকনাফ সাহিত্য একাডেমির আয়োজনে ‘ঈদ আনন্দ ও সাহিত্য আড্ডা’ কবি আলী প্রয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক বিশিষ্ট শিশুসাহিত্যিক সন্তোষ কুমার শীল, লোকগবেষক অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক কবি নুরুল ইসলাম মাহমুদ, কবি ফারজানা রুমা, কবি রফিক রানা।
কবি ইসমাইল মুকুল সঞ্চালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইসহাক তুহিন, কবি ও শিশুসাহিত্যিক শফিউল্লাহ নান্নু, কবি আজিজুর রহমান, কবি হোছাইন জাহিদ, কবি সীমান্ত হেলাল, কবি সাদেক হোসাইন খাইরী।
অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত কবি অসীম সাহার প্রতি শোকজ্ঞাপন ও তাঁর স্মরণে কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা করা হয়।
আলোচনায় অতিথিরা সাহিত্যের নানান দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, সমাজকে আলোকিত করতে হলে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। জনপদকে সার্বিক এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার পাশাপাশি সাংগঠনিকভাবে সাহিত্য চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ছড়াকার সন্তোষ কুমার শীল, কবি আলী প্রয়াস, কবি ফারজানা রুমা, কবি সীমান্ত হেলাল। আর কথাসাহিত্য থেকে পাঠ করেন শফিকুল ইসলাম, ইসহাক তুহিন প্রমুখ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |