সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে লেদা বিওপির বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে মেম্বার পোস্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের খবরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঁধে থাকা বস্তা নাফ নদীর পাড়ে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |