টেকনাফের রোহিঙ্গা শিবিরে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে মো. জোবাইর (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত জোবাইর উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ‘সি’ ব্লকের মো. আমিনের ছেলে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে জানায় নিহতের বড় ভাই ইউসুফ জালাল।
তিনি বলেন, রবিবার সন্ধ্যায় টেকনাফ থানাধীন মোচনী নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের ‘সি’ ব্লকের পানির ট্যাংক সংলগ্ন রাস্তার ওপর অজ্ঞাতনামা একদল সন্ত্রাসী জোবাইরকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় গুলির শব্দের ভয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা বন্ধ করে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে ক্যাম্পে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |