টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে ইয়াবাসহ চালক ও সহকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আটককৃত হলো- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মৃত কালা মিয়ার ছেলে দিলদার মিয়া (৪৫) এবং পটিয়া থানার মৌলভীহাট এলাকার মো. বদিউল আলমের ছেলে মো. তৌহিদুল আলম (২৩)।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলার সাবরাং ইউপির ডেগিল্যার বিল নামক এলাকায় লবণবোঝাই ট্রাক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার লবণবোঝাই ট্রাকের মাধ্যমে ইয়াবা পাচারের খবর পেয়ে উপজেলার সাবরাং ইউপির ডেগিল্যার বিল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি আভিযানিক টিম। পরবর্তীতে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফগামী লবণবোঝাই একটি ট্রাক তল্লাশীর জন্য সিগন্যাল দেওয়া হয়। সিগন্যাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টাকালে ব্যারিকেড দিয়ে গাড়িটিকে ডেগিল্যার বিলস্থ ইসমাইল টাওয়ার-২ এর দক্ষিণ পার্শ্বে জনৈক ডাক্তার এনামুল হকের ফাঁকা জায়গার উপর ট্রাকটি থামানো হয়। ওই সময় ট্রাকের চালক এবং সহকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লবণের বস্তার নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১৬০ নীল রঙের জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। ওই সময় প্রতিটি পলিপ্যাকের ভিতর ২০০ পিস করে সর্বমোট ৩২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালক ও সহকারী এর জিজ্ঞাসাবাদের বরাতে ওসি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার মালিক উপজেলার সাবরাং ইউপির ডেগিল্যার বিল এলাকার কালু মিয়া প্রকাশ দুবাই কালুর ছেলে হোছন আহমদ (৩৫)। এছাড়া হোছন আহমদ দীর্ঘদিন ধরে লবণ ভর্তি ট্রাকে করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তাদের ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।
ধৃত ব্যক্তি ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ধৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |