দৈনিক যুগান্তর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টেকনাফের হোয়াইক্যংয়ে সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক সময়ের আলোর টেকনাফ প্রতিনিধি মুহাম্মদ শেখ রাসেল, মৎসজীবী দলের টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, দৈনিক ভোরের ডাক এর টেকনাফ প্রতিনিধি আবছার কবির আকাশ, দৈনিক বাংলাদেশ সমাচারের কক্সবাজার প্রতিনিধি জিয়াবুল হক জিয়া, টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মাহফুজুর রহমান, সাংবাদিক সাইফুদ্দীন আল মোবারক, শ্রমিকদলের হোয়াইক্যং ইউনিয়নের (উত্তর শাখা) সাধারণ সম্পাদক আব্দুর রহিম, হোয়াইক্যং সিএনজি সমিতির সভাপতি নুরুল আবছারসহ অন্যান্য নেতাকর্মী ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সাংবাদিক আবুল কাশেমের উপর সন্ত্রাসী কর্তৃক গুলি বর্ষণ ও হামলার তীব্র নিন্দা এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি গ্রামগঞ্জে বসবাসরত রোহিঙ্গাদের দ্রুত রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের দাবি জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |