টেকনাফে মালিকবিহীন ৫০ হাজার পিস অবৈধ ইয়াবা জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১২ জুন) কেওড়া জঙ্গলের ভিতরে পানিতে নিমজ্জিত অবস্থায় দুইটি ব্যাগ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের উদ্দেশ্যে দুইজন দুষ্কৃতকারী জেলের ছদ্মবেশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহের জন্য সুকৌশলে ছোট ডিঙ্গি নৌকাযোগে নাফ সীমান্তের শূন্য লাইন অতিক্রম করবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মির্জাজোড়া নামক এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে, আনুমানিক সকাল ১০টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় চুপিসারে মির্জাজোড়া নামক এলাকার দিকে অগ্রসর হতে দেখলে বিজিবি সদস্যরা অতর্কিতে গ্রেফতার করতে ধাওয়া করে। এসময়, বিজিবির গতিবিধি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত জোয়ারের পানিতে নিমজ্জিত কেওড়া জঙ্গলের ভিতরে তাদের নৌকাটি ডুবিয়ে দিয়ে পানিতে ঝাপ দেয় এবং সাঁতার কেটে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
অবশেষে, কেওড়া জঙ্গলের ভিতরে অভিনব পন্থায় পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগের ভিতরে বিশেষভাবে মোড়কজাত ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা সম্ভব হলেও মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জমার জন্য প্রযোজ্য সকল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |