শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৬ জনকে উদ্ধার, আটক ১

রূপান্তর ডেস্ক / ১২৮ বার পড়া হয়েছে
আপডেট রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১২:২০ অপরাহ্ন

টেকনাফের সাগর উপকূলবর্তী পাহাড়ী এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দ্যেশে জড়ো করা বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার এবং এক দালালকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন।

আটক মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মোহাম্মদ গফুরের ছেলে।

আফজাল হোসেন বলেন, বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকার গোপন আস্তানায় সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় নৌবাহিনীর সদস্যরা। পরে এমন সংবাদে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের একটি দল আস্তানাটিতে অভিযান চালায়। এতে নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক কয়েকজন লোক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে। পরে আস্তানাটিতে তল্লাশী চালিয়ে নারী ও শিশুসহ ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি দুইজন নাগরিক রয়েছে। উদ্ধার হওয়া অন্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটক দালালসহ উদ্ধার হওয়া ভূক্তভোগীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, নৌবাহিনীর এ কন্টিনজেন্ট কমান্ডার।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় আটক এক দালাল ও মালয়েশিয়াগামী উদ্ধার হওয়া ১৬ জনকে থানায় আনা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে উদ্ধার হওয়া ভূক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হবে।

আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫