টেকনাফে শরিফ হোসেন (২৩) নামের এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসত-বাড়িতে ঢুকে তার মা ও ভাইকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত মা-ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মোলা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলো- ওই এলাকার মৃত কাদের হোসেনের স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে শহিদুল ইসলাম।
প্রতিবেশীরা জানায়, মা জুলেখার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে অভিযুক্ত ছেলে শরিফ হোসেন। এতে অসম্মতি জানালে অভিযুক্ত শরিফ ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে মাকে আঘাত করে। এসময় ছোট ভাই শহিদুল এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয়। এতে জুলেখা ও শহিদুল গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কুতুপালং বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, “এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামি এরেস্ট আছে।”
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |