টেকনাফে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় একটি প্রোগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল হুসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা খোরশেদ আলম, খাদ্য কর্মকর্তা শফিউল হাবিব ভুঁইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস সহ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় পরিচ্ছন্ন হাত ধোঁয়ার বিষয়ে জনসাধারণকে প্র্যাক্টিক্যালী দেখিয়ে সচেতন করা হয়। পরিশেষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ৩ জন শিক্ষার্থী তাসফিয়া তামান্না, আখিয়া আক্তার ও শবনম সিদ্দিকাকে পুরস্কৃত করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে হাতটা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। যেটা মুখের সাথে সরাসরি অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত। এজন্য হাত পরিস্কার রাখলে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে পারেনা। এতে করে রোগবালাই কম হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |