কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলায় ‘ক্ষেতে পানি সেচ’ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম।
মৃত্যু হওয়া তৌহিদুল ইসলাম আরিফ (১৬) একই এলাকার হোসাইন আহমদের ছেলে। সে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
স্বজনদের বরাতে রফিকুল ইসলাম বলেন, বিকাল ৩ টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তৌহিদুল ইসলাম আরিফ নিজেদের ক্ষেতে কাজ করছিল। এক পর্যায়ে সে বৈদ্যুতিক মোটর থেকে ক্ষেতে পানি সেচ দিতে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা তাকে মুর্মূর্ষু অবস্থায় তৌহিদুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান, স্থানীয় এ ইউপি সদস্য।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবরটি অবহিত হওয়ার পর পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত স্কুলছাত্রের লাশ নিজের বাড়িতে রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |