টেকনাফে রকেট বোম্ব, গ্রেনেড, রাইফেলের গুলিসহ শফিউল আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ রবিবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওই সময় বাড়িতে তল্লাশি চালিয়ে বালির বস্তার নিচ থেকে দুইটি ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই বস্তার ভিতর থেকে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোম্ব, দুইটি গ্রেনেড এবং একটি কম্পাস উদ্ধার করা হয়। এছাড়া বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শফিউল আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ধৃত ব্যক্তিকে জব্দকৃত অবৈধ বোম্ব, গ্রেনেড ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |