টেকনাফে ফের টমটম সহ নিখোঁজ হয়েছে জাহাঙ্গীর আলম (১৫) নামে এক কিশোর। নিখোঁজ কিশোর উপজেলার সদর ইউপির ৬নং ওয়ার্ড গোদার বিলের মোহাম্মদ ইসলাম ও রহিমা খাতুন দম্পতির ছেলে।
রবিবার (১ লা জুন) সন্ধ্যা থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে জানায় পরিবার।
নিখোঁজ কিশোরের পিতা মোহাম্মদ ইসলাম বলেন, প্রতিদিন দুপুরে বাড়িতে খাবার খেতে আসে ছেলে। কিন্তু রবিবার দুপুর ঘনিয়ে বিকেল হওয়ার পরেও খাবার খেতে না আসায় তার ব্যবহৃত মোবাইলে কল করেন মা। ওই সময় ছেলে সাবরাং ইউপির হারিয়াখালীতে ভাড়া নিয়ে যাচ্ছে বলে জানায়। এরপর থেকে মোবাইল বন্ধ থাকায় ছেলের সঙ্গে আর কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিরুপায় হয়ে আত্মীয়-স্বজন সহ আশপাশের সম্ভাব্য জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান মিলেনি।
এ শ্বাপদসংকুল পরিস্থিতিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। পাশাপাশি কেউ তার ছেলের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন।
মোবাইল নং: 01878-916610
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |