টেকনাফে পৃথক দুটি অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় অবৈধ মাদক বহনের দায়ে একটি সিএনজি জব্দ করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা লম্বাবিল শাহজাহানের ডিয়া দিয়ে ইয়াবার চালান পাচারের খবরে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। ওই সময় ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে মিয়ানমারের দুই নাগরিকের নিকট থেকে অবৈধ মাদক ইয়াবা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। পরে তার দেয়া তথ্য মতে ঘের সংলগ্ন এলাকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে গোপন স্থানে লুকায়িত গেঞ্জি দিয়ে মোড়ানো ৩টি ইয়াবা ভর্তি প্যাকেট থেকে ৩০ হাজার উদ্ধার করা হয়। আটক শামসু উদ্দিন উপজেলার নয়াপাড়া রইক্ষং এলাকার মকতুল হোসেনের ছেলে।
অন্যদিকে শনিবার সাড়ে ৮টার দিকে কাঞ্জরপাড়া থেকে থাইংখালীগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্য দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়। এক পর্যায়ে চালকের সীটের নীচে অভিনব পদ্ধাতিতে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক
আবুল হোছন (২৮) উপজেলার কাঞ্জর পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
আটককৃত আসামীদেরকে জব্দকৃত ইয়াবা এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |