শনিবার, ১৪ জুন ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

টেকনাফে পৃথক দুইটি অভিযানে এক লক্ষ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

রূপান্তর ডেস্ক / ১৪৭ বার পড়া হয়েছে
আপডেট সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:১১ অপরাহ্ন

টেকনাফে পৃথক দুইটি অভিযানে এক লক্ষ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (৪ নভেম্বর) পৃথক দুইটি অভিযানে এসব ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, টেকনাফ ব্যাটালিয়িনের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর-পশ্চিম দিকে শশ্মানঘাট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার খবরে হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।আনুমানিক পৌনে ৪টার দিকে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে নাফ নদী পার হয়ে একটি ব্যাগ হাতে নিয়ে শশ্মানঘাট এলাকার দিকে আসতে দেখে। ওই সময় উল্লিখিত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদেরকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা
হলো- মিয়ানমারের মন্ডু শহরের নাগপুরার বাসিন্দা সাব্বির আহমেদের ছেলে মো. রফিক মিয়া (৪২) একই এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

অন্যদিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর দিকে রমজানের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার খবরে উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সাড়ে ৩টায় বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে রমজানের ঘেরের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই চোরাকারবারীদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পাশ্ববর্তী ধানক্ষেতের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে গেঞ্জি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর হতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। টহলদল উক্ত স্থানে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে সক্ষম হয়নি।

আটককৃত আসামীদেরকে (মায়ানমার নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শনিবার, ১৪ জুন ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫