পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সীমান্ত উপজেলা টেকনাফে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার হ্নীলা ইউপির বড় লেচুয়াপ্রাং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা ওই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) ও জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।
স্থানীয় প্রতিবেশীরা জানায়, আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার হ্নীলা ইউপির বড় লেচুয়াপ্রাং এলাকায় সমবয়সী তিন শিশু ‘আলী আহমদ’ পাহাড়ে খেলতে যায়। ওই সময় খেলতে গিয়ে দুই শিশু পাহাড় সংলগ্ন পুকুরে পড়ে যায়৷ অপর শিশুটি দৌড়ে গিয়ে বাড়িতে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা পুকুরে ছুটে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও উর্ধ্বতন মহলকে অবহিত করে আজ সন্ধ্যার দিকে লেচুয়াপ্রাং কবরস্থানে নিহত শিশুদ্বয়ের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে বলে জানান পারিবার।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |