টেকনাফে মাত্র ৩ পিস ইয়াবাসহ মো. মামুন মোল্লা (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক যুবক নড়াইল জেলার লোহাগাড়া থানার দক্ষিণ পাংখারচর এলাকার মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে।
রবিবার (০৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশীর সময় এ ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার রাতে শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশীকালীন কক্সবাজারগামী সৈকত পরিবহনের একটি বাস তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই যাত্রীর স্বীকারোক্তিতে তার পায়ুপথ থেকে ০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক যুবককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |