টেকনাফে পাহাড়ী খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো উপজেলার বাহারছড়া ইউপির শামলাপুর ঢালার মুখ এলাকার বেলাল উদ্দিনের ছেলে মুসিফাত (১১) এবং একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (৮)। নিহত শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানায় নিহতের পরিবার।
বৃ্হস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বাহারছড়া শামলাপুর ঢালার মুখ এলাকায় পেয়ারা বাগান সংলগ্ন পাহাড়ী খালে গোসল করতে নেমে ওই দুই শিশুর প্রাণহানি হয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার জানায়, বৃ্হস্পতিবার বিকেলে খালে গোসল করতে নামে নিহত শিশু ইব্রাহিম। হঠাৎ মামাতো ভাইকে পানিতে ডুবতে দেখে ফুফাতো ভাই মুসিফাত তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু উভয়ে সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় চাকমা সম্প্রদায়ের লোকজন তাদেরকে উদ্ধার করে বাহারছড়া স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলম নামে এক প্রতিবেশী জানায়, তারা খালে গোসল করতে নামে। হঠাৎ একজনকে পানিতে ডুবে যেতে দেখলে অপরজন টেনে তুলতে গেলে দুজনেই ডুবে যায়। দুই শিশুকেই এশার নামাজের পর দাফন করা হয়েছে।
উদ্ধার কাজে সহযোগিতাকারী চাকমা সম্প্রদায়ের লোকজন জানায়, দুই শিশুকে পানিতে ডুবন্ত দেখতে পেয়ে তাড়াহুড়ো করে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। হয়তো সাঁতার না জানাতে তাদের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে দুই শিশুর এমন হৃদয়স্পর্শী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |