টেকনাফে ডগ জ্যাকের সহায়তায় ইয়াবাসহ আনোয়ার হোছন (৩০) নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সিএনজি চালক উপজেলার হোয়াইক্যং ইউপির নাছর পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে হোয়াইক্যং চেকপোস্টের টহলদল খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামায়। ওই সময় বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং সিপাহী ডগ জ্যাক যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে সিএনজি চালকের সীটের নীচে ক্রমাগত ঘ্রাণ নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা ওই সিএনজিটি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১২ হাজার ৬ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে সিএনজিটি জব্দ করা হয়।
আটক সিএনজি চালককে জব্দকৃত ইয়াবা এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |