টেকনাফ উপজেলা মৎস্য অফিস এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্প এবং অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন করেছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।
টেকনাফ উপজেলা পরিষদের সভা কক্ষে একটি প্রাণবন্ত এবং তথ্যপূর্ণ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। যা বিভিন্ন সরকারি দপ্তর এবং মৎস্য খাতের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী স্টেকহোল্ডারদের অংশগ্রহনে সপ্তাহের দ্বিতীয় দিনটি পালন করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে জেলে, নৌকার মালিক, মাছ ব্যবসায়ী, মাছ প্রক্রিয়জাতকারী, মাছ ও চিংড়ি চাষি, মৎস্য সংরক্ষণ দল (এফসিজি), ইকোফিশ-২ প্রকল্পের অবতরণকেন্দ্র ভিত্তিক মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির (এলএফসিসি) প্রতিনিধি এবং উপকূলীয় সামুদ্রিক মৎস্য আহরণ এবং মৎস্য চাষের সাথে জড়িত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী, ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার, মডেল থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিক মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা অদ্যাবধি অর্জিত সাফল্য এবং ২০৪১ সালের মধ্যে মৎস্য সেক্টরের সকল পর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ, সামুদ্রিক মৎস্য আহরণ, মান-সম্মত মাছ ও মাছজাত পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পশাপাশি রপ্তানী করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, টেকনাফের গবেষণা সহযোগী শহীদ নাসরুল্লাহ আল মামুন এবং গবেষণা সহকারী মোঃ সোহেল রানা সহ সর্বস্তরের জনগন এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |