টেকনাফে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির প্রভাব মোকাবেলায় টেকনাফ এক্টিভিস্টা প্রযোজিত নাটক মৃত্তিকা পরিবেশিত হয়েছে।
টেকনাফ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে এটি পরিবেশিত হয়।
নাটকটিতে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয় এবং এই সংকট মোকাবেলায় উপকূলীয় এলাকার মানুষের সচেতন করার দিক তুলে ধরা হয়।
এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল আলম, সিনিয়র সাংবাদিক আশেক উল্লাহ, মফস্বল সাংবাদিক আকতার হোসেন, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন সহ বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা বৃন্দ, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি, এক্টিভিস্টা টেকনাফের সদস্য ও টেকনাফের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নাটকটি উপভোগ করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, টেকনাফের কোমলমতি ছেলে মেয়েদের নিজ উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট সংকট মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মানুষের সচেতন করার যে চিত্র তুলে ধরেছন তা সত্যি অসাধারণ। টেকনাফের আরো অন্যান্য সংকটকে মঞ্চ নাটকের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এক্টিভিস্টা টেকনাফ ও অন্যান্য সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |