টেকনাফে পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে এসব ক্রেস্টাল মেথ উদ্ধার করা হয়।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদকদ্রব্যের মজুত রাখা হয়েছে বলে গোপন সূত্রের তথ্য ছিল। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুইজন চোরাকারবারি ঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। পরে ঘরের এক কোনায় সন্দেহজনক একটি গর্ত দেখতে পেয়ে সেটি খোঁড়া হয়। সেখানে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এছাড়া চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |