শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

টেকনাফে আড়াইশো টাকার জন্য প্রাণ গেল পঞ্চাশোর্ধ বৃদ্ধের

রূপান্তর ডেস্ক / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

টেকনাফে আড়াইশো টাকার জন্য দোকানীর লাথিতে দিলদার মিয়া নামে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দিলদার মিয়া উপজেলার হোয়াইক্যং ইউপির মনিরঘোনা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে।

 

সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং মনিরঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি বাবদ পাওনা টাকা খুঁজতে গিয়ে দোকানদার ও দেনাদার এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরক্ষণে দোকানদার আবুল হাশেমের লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে দেনাদার দিলদার মিয়া। এতে তার মৃত্যু হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন আগে হোয়াইক্যং উলুবনিয়া এলাকার মুরগি ব্যবসায়ী মো. আবুল হাশেমের কাছ থেকে বাকিতে মুরগি ক্রয় করেন মনিরঘোনা এলাকার দিলদার মিয়া। সোমবার পাওনা টাকা খুঁজতে গিয়ে উভয়ের মধ্যে বাকবিকণ্ডার এক পর্যায়ে হাশেমের লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে দিলদার মিয়া। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পালংখালি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের কেউ থানায় আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫