টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ অবরুদ্ধ বনকর্মীদের উদ্ধার করতে গিয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহীম গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাজমপাড়া এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, বন বিভাগের জমিতে ফোরকানিয়া মাদ্রাসা নির্মানের খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা দেখতে গেলে সেখানে স্থানীয়রা লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে এবং মারধর করে আহত করে। খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসাইনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে এএসআই ইব্রাহীমের উপর হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে জানিয়েছেন বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ।
এবিষয়ে শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালামকে তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এছাড়া ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সসংবাদকর্মী সংবাদ সংগ্রহের জন্য গেলে দৈনিক প্রতিদিনের চিত্রের টেকনাফ উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের ব্যবহৃত মোটর সাইকেলটি পুড়িয়ে দেয় বলে জানান তিনি। এদিকে সংবাদকর্মীর মোটর সাইকেল পুড়ানোর ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
দৈনিক আজকের সংবাদ ও নিউজ বাংলাদেশ এর জেলা প্রতিনিধি জাফর আলম জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল পুড়ানো এটা কাদের ইন্ধন খতিয়ে দেখে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানায়।
এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেন জানান, স্থানীয় ৫ বনকর্মীদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |