টেকনাফে দশ কৃষক অপহরণ মামলার দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বাহারছড়া ইউপির উত্তর শিলখালীর মৃত অলি চাঁনের পুত্র বাহাদুর আলম (২২) এবং একই এলাকার মোজাহেরুল ইসলাম ওরফে গুরুতাইন্না মাইজ্যার পুত্র নুরুল মোস্তফা প্রকাশ বাবলা (২৫)।
শনিবার (২৭ এপ্রিল) ভোর ৪টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শনিবার ভোর রাতে ৪টায় গ্রেফতারকৃত দেলু ডাকাতের স্বীকারোক্তিমতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে৷ অভিযানে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অপহরণকারীদের বরাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করতেন তারা।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। এর আগে, একই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ওই তিনজনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
বলাবাহুল্য, টেকনাফের পাহাড়ি এলাকা যেন অপহরণ চক্রের দখলে। গত কয়েক মাস ধরে শিশু থেকে শুরু করে কৃষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অংকের মুক্তিপণ আদায় করে আসছে। এতে ঘুম হারাম প্রশাসনের। এসব অপরাধীদের ভয়ে পাহাড়ে যাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। তাছড়া রাত হলে পাহাড়ের পাদদেশের মানুষ অপহরণ আতংকে বাড়ি থেকে বের হওয়ার সাহসও করে না। স্থানীয়-রোহিঙ্গা মিলে গড়ে তুলেছে বিশাল একটা অপহরণ চক্র।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |