টেকনাফে সিএনজি চালক অপহরণ মামলায় অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। পরে গ্রেফতার আসামিদের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়া নিবন্ধিত শিবির থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, টেকনাফের হ্নীলায় যাত্রীবেশে রোহিঙ্গাদের সহায়তায় সিএনজি চালককে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মামলার জের ধরে নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি-ব্লকে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পশ্চিম পাড়া ছনখোলার আবুল খায়ের এর পুত্র মো. তারেক হোসেন (২৮) এবং একই এলাকার কালা মিয়ার পুত্র সাহাব উদ্দিন (২৬)। পরে তাদের জিজ্ঞাসাবাদে ভিকটিম আবু সিদ্দিক (২১) কে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে পিএমখালীর পরানিয়া পাড়ার মো. হোছনের পুত্র সিএনজি চালক আবু সিদ্দিক বাংলা বাজার থেকে যাত্রী নিয়ে টেকনাফে যাত্রা করে। পরে যাত্রী নিয়ে হ্নীলা মোচনীর নিবন্ধিত শিবির এর সামনে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে মো. তারেক হোসেন (২৮), সাহাব উদ্দিন (২৬), ইয়াছিন আরাফাত (৩২) এবং নয়াপাড়া নিবন্ধিত শিবিরের ডি-ব্লক এর বাসিন্দা আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমান হাবিব (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২জন মিলে ভিকটিম সিএনজি চালককে অস্ত্রের মুখে নয়াপাড়া মোচনী নিবন্ধিত শিবিরের ভিতরে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ফোন করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে ভিকটিমের বাবা কোনো উপায় না পেয়ে টেকনাফ মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |