টেকনাফে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যক্তিগত সম্পর্কের ছবি সামাজিক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন এক তরুণী। এ ঘটনায় তরুণী নিজে বাদী হয়ে রহিম উল্লাহ নামে এক যুবকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত রহিম উল্লাহ বাহারছড়া ইউপির ৩নং ওয়ার্ডের শীলখালী এলাকার বাসিন্দা মো. হাছানের ছেলে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে জমি-জমা সংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাসে তরুণীর বাড়িতে আসা-যাওয়া করতেন অভিযুক্ত রহিম উল্লাহ। ওই সুযোগে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কথাও হতো ফোনে। ওই সময় অভিযুক্ত রহিম উল্লাহ তাদের ব্যক্তিগত সম্পর্কের কিছু ছবি ও মুহুর্ত মোবাইলে ধারণ করে রাখেন। পরবর্তীতে অভিযুক্ত রহিম ইমোশনাল ব্ল্যাকমেইল করে তরুণীকে অনৈতিক (শারীরিক) কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়। এমন প্রস্তাব তরুণী প্রত্যাখ্যান করলে অভিযুক্ত রহিম উল্লাহ ব্যক্তিগত সম্পর্কের আপত্তিকর ছবি বিভিন্ন মাধ্যমে জনসম্মুখে নিয়ে আসায় তরুণী সামাজিক ও পারিবারিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত তরুণীর নিকট সুপারি বিক্রি বাবদ ২২ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল আত্মসাৎ করেন। তরুণী এসব দাবি করলে বিপরীতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন অভিযুক্ত রহিম।
এবিষয়ে অভিযুক্ত রহিম উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের ঘরে যেতাম, ভাই-বোনের মতো সম্পর্ক ছিল। আপত্তিকর ছবি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা জানতে চাইলে বিষয়টি অস্বীকার বলেন,আমার কাছে এধরণের কোনো ছবি নেই। এধরণের অভিযোগ প্রমাণ করতে যেকোন শাস্তি মেনে নেবো।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত এসআই লক্ষণ চন্দ্র বর্মন বলেন,তদন্ত গিয়েছিলাম,বাদী ফোন রিসিভ না করায় লোকেশন না চিনে ফিরে এসেছি,আবারো যাবো।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |