টেকনাফ সদরের লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বশির আহমদ আর নেই।
আজ বৃহস্পতিবার ভোর ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৯০ বছর বয়সী এ জাতশিক্ষক মৃত্যুকালে ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদে মাগরিব দক্ষিণ লেঙ্গুরবিল নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে ছেলের পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। গেল মঙ্গলবার (৩ ডিসেম্বর) হঠাৎ অসুস্থতা বোধ করায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। অবশেষে আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
এদিকে তাঁর মৃত্যুতে টেকনাফ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সর্বজন শ্রদ্ধেয় মাষ্টার বশির আহমদ একজন মানুষ ও আদর্শ শিক্ষক হিসেবে সকলের কাছে অনুকরণীয়।
প্রসঙ্গত মাষ্টার বশির আহমদ তাঁর সুদীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে সফলতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি দুইবার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের স্বীকৃতি লাভ করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |