টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশা থেকে অপহৃত দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা সম্ভব হলেও অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতার অপহরণকারীরা হলো- টেকনাফ সদর ইউপির পুরান পল্লান পাড়ার নুরুল ইসলাম ওরফে রঙ মিস্ত্রী নুরুচ্ছালামের ছেলে সাইফুল (২২), সদর ইউপির মাঠপাড়া এলাকার কবির আহমদের স্ত্রী মরিয়ম (৫০) এবং একই এলাকার রবিউলের স্ত্রী নছিমা (৩০)।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সকাল পৌনে ১১টার দিকে সদর ইউপির মাঠপাড়া সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে এসব অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে মোবাইল টিম টেকনাফ সদরের মাঠপাড়া সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় অপহরণচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই সময় তাদের হেফাজত থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিমরা হলো- উখিয়ার বালুখালী ক্যাম্পের আবুল বাশার এর ছেলে মো. শামসু (৫০) এবং একই ক্যাম্পের আব্দু শুক্কুর এর ছেলে আনিসুল আলম (২৮)।
উদ্ধার শামশু ও আনিছুল আলম জানান, বালুখালি ক্যাম্প থেকে মাছ কিনতে তারা দুইজন টেকনাফে আসেন। টেকনাফ বাজারে মাছ না পেয়ে অটোরিকশা যোগে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাওয়ার পথে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে আটকে রাখে পাহাড়ে। ওইখান থেকে জনতা তাদের উদ্ধার করে।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, সোমবার দুই ব্যক্তিকে অপহরণের সময় স্থানীয় এক ব্যক্তি দূর থেকে কৌশলে ভিডিও ধারণ করেন। ভিডিওচিত্রের ফুটেজ থেকে দূর্বৃত্তদের কয়েকজনকে চেনা গেছে। তারা হলো- ”টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে মুজিব উল্লাহ ও শওকত উল্লাহ, লম্বরী এলাকার মোহাম্মদ কবিরের ছেলে মো. শহীদ, নতুন পল্লান পাড়ার নুরু সালামের ছেলে মো. হাশিম এবং হাতিয়ারঘোনা এলাকার নজির আহমদের ছেলে মো. নয়ন।”
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশকে অবগত করার পর পুলিশের পাশাপাশি স্থানীয় জনতা মিলে পাহাড়ে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জনতার সহযোগিতায় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |