টেকনাফগামী প্রাইভেটকার থেকে হ্যান্টার বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক কারবারিরা হলো- টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজ (৩০) ও ডেইল পাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. জাফর আলম (৪০)।
আজ শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমামের ডেইল চেকপোস্ট থেকে এসব বিয়ারসহ তাদের আটক করা হয়।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, আজ শুক্রবার সন্ধ্যায় টেকনাফগামী একটি প্রাইভেটকারকে ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় প্রাইভেটকার আরোহী ওই দুই কারবারির নিকট রক্ষিত কাগজের কার্টুন তিনটি ও সাদা- কালো রঙের দুইটি কাপড়ের ব্যাগের ভিতর থেকে ৪০৮ ক্যান হ্যান্টার বিয়ার উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, উল্লিখিত বিয়ারগুলো কক্সবাজার থেকে ক্রয় করে টেকনাফে বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জব্দকৃত বিয়ারসহ আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |