টেকনাফে টানা বৃষ্টির প্রভাবে ফের হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০০ পরিবারের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে খাল ভরাট হয়ে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। টানা এক ঘন্টা বৃষ্টি হলেই এলাকা প্লাবিত হয়, ঘরবাড়ি ডুবে যায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানিবন্দি থাকাকালীন অনেক সময় শুকনো খাবার বা অস্থায়ী ত্রাণ সহায়তা মিললেও মূল সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেই।
অপর্যাপ্ত ড্রেনেজ সুবিধা ও সরু স্লুইসগেইটকে এর কারণ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা।
তারা বলেন, “আমরা আর ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান। প্রয়োজন হলে নিজেরাও শ্রম দিতে রাজি আছি। তারপরও সরকারিভাবে খাল খনন ও স্লুইসগেট বড় করার ব্যবস্থা করতে হবে।”
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |