ঈদ আড্ডা ও টেকনাফের শিক্ষার মানোন্নয়নে আমাদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক আড্ডার আয়োজন করেছে চট্টগ্রামস্থ টেকনাফ স্টুডেন্টস ফোরাম।
মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টায় মেরিন ড্রাইভস্থ মহেশখালীয়া পয়েন্টের নারিকেল বাগানে এই আলোচনা ও সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়।
এতে ফোরামের উপদেষ্টা ও সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ উন্মুক্ত আলোচনায় টেকনাফের শিক্ষার মানোন্নয়ন ও নানা সমস্যা তুলে ধরা হয়। পাশাপাশি উত্থাপিত সমস্যা থেকে উত্তরণের উপায় নির্দিষ্ট করা হয়। এছাড়া মাদক, অপহরণ ও রোহিঙ্গা সংকট নিয়ে বিষদ আলোচনা হয়।
এসময় বক্তারা আরও বলেন, নানাভাবে সমালোচিত টেকনাফকে ইতিবাচকভাবে তুলে ধরতে অবশ্যই একটি সুশিক্ষিত জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
এদিকে উন্মুক্ত আলোচনা শেষে সাংস্কৃতিক আড্ডায় হামদ, নাত, দেশাত্মবোধক গান, বিদ্রোহী সংগীত ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী কিছু আঞ্চলিক গান পরিবেশন করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |