চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যতার ভিত্তিতে সমন্বয় রাখার দৃঢ় প্রত্যয়ে দুই সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম।
সোমবার (১২ মে) সংগঠনটির প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কর্তৃক সাক্ষরিত একটি প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও উখিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফয়সাল উদ্দিনকে সভাপতি এবং টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম মহানগরের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সদস্য হাফিজ উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া আগামী এক মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।
নব মনোনীত সভাপতি ফয়সাল জানান, শিক্ষার্থীদের মান উন্নয়নে আমরা কাজ করে যাব। চট্টগ্রামে অবস্থানরত উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন এই প্রত্যাশা করছি।
সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন বলেন, উখিয়া টেকনাফ থেকে চট্টগ্রামে পড়তে আসা সকল শিক্ষার্থীদের যে কোন সমস্যা সমাধান ও সহযোগিতা করে পাশে থাকবে আমাদের এই সংগঠন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |