চকরিয়ায় গোপন সংবাদ পেয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।
আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় দীর্ঘ দিন ধরে বেশকিছু যুবক মাদকাসক্ত হয়ে রাস্তা-ঘাটে মানুষের সাথে উচ্ছৃঙ্খল ও খারাপ ধরনের আচরণ করে আসছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের আলোকে গোপন সংবাদের মাধ্যমে রাত আটটার দিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ১০ ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন ওই এলাকার মো: সেলিম (৪৫), মো: রুবেল(২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০), মো: বাবুল (২১)।
তিনি আরও বলেন, ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে স্থানীয়দের উপস্থিতিতে
আটকদের মধ্যে মো: সেলিম (৪৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৩ মাসের কারাদন্ড দেয়া হয়। এছাড়াও আটক অপর ৯ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারা মোতাবেক ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। পরে এসব অপরাধীদের কারাগারে প্রেরণের জন্য চকরিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন চকরিয়া থানা পুলিশের একটি টিম।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |