শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

গভীর রাতে পাহাড় নিধনকালে মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক / ১৬ বার পড়া হয়েছে
আপডেট বুধবার, ১৮ জুন, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন

কক্সবাজারে রাতের আধারে পাহাড় নিধনকালে মাটি চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের পানেরছড়া বিট অফিসের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

বুধবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিরাজুল হক ওরফে গুরাইয়া (২৮) দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।

স্থানীয়দের বরাতে এ তথ্য জানান রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন।

বন বিভাগ ও স্থানীয়দের সূত্র মতে, দীর্ঘ দিন ধরে স্থানীয় হেডম্যানের ছেলে নজরুলের ডাম্পার গাড়ি পাহাড় নিধন করে আসছিল। বুধবার রাতে প্রতিদিনের মতো মাটি নিধনকালে পাহাড় চাপা পড়ে। এতে গুরাইয়া আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়। নিহত গুরাইয়ার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

অভিযোগ পাওয়া গেছে, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সাথে স্থানীয় হেডম্যানের গভীর সখ্যতা থাকার কারণে নিয়মিত হেডম্যানের ছেলের নেতৃত্বে পাহাড় নিধন চলে আসছে। স্থানীয়রা অভিযোগ দেয়ার পরও কোনো পদক্ষেপ নেয় না বন বিভাগ।

অভিযোগ প্রসঙ্গে রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নূরুল ইসলাম বলেন, ‘পাহাড় চাপা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শরিফ সবেমাত্র যোগদান করেছে। অনিয়মে জড়িয়ে পড়ার কথা নয়। তারপরও খোঁজ নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫